লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকালে বাধা দিলেও তা না মানায় বিজিবির তীব্র প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার (১ জানুয়ারি)
বিকেলে বিজিবির রংপুর-৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সেলিম আলদীন এ নির্মাণকাজ বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে দহগ্রাম ইউনিয়নের ৮/৫১-এস মেইন
পিলারের প্রায় ৬০ গজ ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়া এবং লোহার খুঁটি দিয়ে লাইট পোস্ট স্থাপনের কাজ শুরু করে বিএসএফ। এ সময় বিজিবি বাধা দেয়। বিজিবি সূত্রে জানা যায়, রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি)
অন্তর্ভুক্ত দহগ্রাম বিওপির এলাকায় বিএসএফের করুণ ক্যাম্পের সদস্যরা ভারতীয় নাগরিকদের সহায়তায় সীমান্ত পিলার ডিএএমপি ৮/৫১-এস থেকে প্রায় ৬০ গজ ভারতের অভ্যন্তরে বেড়া এবং লাইট পোস্ট নির্মাণের উদ্যোগ নেয়।
সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই বিজিবি টহল দল ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজে বাধা দেয়। তবে বিএসএফ সদস্যরা কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি তীব্র প্রতিবাদ জানায়।
পরবর্তীতে বিজিবির প্রতিবাদের মুখে বিএসএফ সদস্যরা পিছু হটতে বাধ্য হয় এবং নির্মাণ সামগ্রী সরিয়ে নিয়ে যায়। এ বিষয়ে বিজিবি পানবাড়ি কোম্পানি কমান্ডার জামিল আহমেদ জানান,
বিষয়টি নিয়ে তাৎক্ষণিক মৌখিকভাবে প্রতিবাদ জানানো হয়েছে এবং ওই এলাকায় বিজিবি টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।