মেঘনায় সাত খু’ন: ১৬৪ ধারায় যে স্বীকারোক্তি দিলো ‘আকাশ মণ্ডল’

চাঁদপুরের মেঘনা নদীতে এমভি আল বাখেরা জাহাজে ৭ খুনের ঘটনায় গ্রেপ্তার আকাশ মণ্ডল ওরফে ইরফান আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সাতদিনের রিমান্ড শেষে আজ মঙ্গলবার তাকে চাঁদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোর্শেদুল ইসলামের আদালতে হাজির করা হয়। এ সময় আকাশ স্বীকার করেন, জাহাজের ৭ জনকে তিনিই হত্যা করেছেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর কোহিনুর বেগম বলেন, এ হত্যাকাণ্ডের ঘটনা চাঞ্চল্যকর। চাঁদপুরের জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, র‌্যাবের তৎপরতায় খুব স্বল্প সময়ের মধ্যে আকাশ

মণ্ডলকে বাগেরহাট থেকে গ্রেপ্তার করা হয়। সাত দিনের রিমান্ডে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে মর্মে আকাশকে জবানবন্দির জন্য আদালতে আনা হয়েছিল।

আকাশ স্বীকার করেছে সেই এ সাত খুন করেছে। স্বল্প সময়ের মধ্যেই এই মামলার বিচার শেষ করা সম্ভব হবে বলে মনে করছি। সরকারপক্ষের আইন কর্মকর্তারা এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *