
বিগত সরকারের সময়ে কাতার থেকে কেনা তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বাবদ বকেয়া ২৫৪ মিলিয়ন ডলার সম্পূর্ণ পরিশোধ করেছে বর্তমান অন্তর্বর্তী সরকার। এই গুরুত্বপূর্ণ লেনদেন সম্পন্ন হয়েছে
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাতার সফরের সময়কালেই। কাতারে প্রবাসীদের সঙ্গে এক মতবিনিময় সভায় ড. ইউনূস উল্লেখ করেন, সম্প্রতি কাতারের পাওনাও পরিশোধ করা হয়েছে এবং কাতারের জ্বালানি মন্ত্রী বাংলাদেশ সরকারের দ্রুত
পদক্ষেপের জন্য তাকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা এত দ্রুত এটা আশা করি নি। প্রধান উপদেষ্টা প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, “এই অর্জনের পেছনে আপনারা যারা দেশের জন্য অর্থ পাঠিয়েছেন,
তাদের প্রতিটি ডলার আমাদের এই মূহূর্তে অমূল্য হয়ে উঠেছে।” শেষে তিনি উপস্থিত প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, “দেশের পক্ষ থেকে, জাতির পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। এই দেশ আপনাদের কাছে ঋণী।
তিনি আরও বলেন, “এই বিপদের দিনে আপনারা যদি পাশে না দাঁড়াতেন, বাংলাদেশ কখনোই এইভাবে ঘুরে দাঁড়াতে পারত না। আপনারাই আমাদের মজবুত করে রেখেছেন, দেশের এই পর্যন্ত আসার পেছনে আপনাদের বিরাট অবদান রয়েছে।”