
বিশ্ববাসীর প্রতি ‘থ্রি জিরো ভিশন’ শূন্য সম্পদ কেন্দ্রীকরণ, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নির্গমন বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২১ এপ্রিল) সকালে ব্যাংককে জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (এসক্যাপ) ৮১তম অধিবেশনে ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান। টেকসই নগর উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এ অধিবেশনে ৫৩টি সদস্য রাষ্ট্র ও ৯টি সহযোগী সদস্য অংশ নিচ্ছে।
বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. আনিসুজ্জামান চৌধুরী।
ড. ইউনূস তার বক্তব্যে বলেন, ‘থ্রি জিরো ভিশন’-এর বাস্তবায়ন কেবল সম্ভাবনা নয়, এটি সময়ের দাবি। অন্তর্ভুক্তিমূলক এবং জলবায়ু-সহনশীল নগর উন্নয়নের প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি বলেন,
টেকসই ভবিষ্যতের জন্য যুবসম্ভাবনা, উদ্ভাবন এবং আন্তঃদেশীয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, “জলবায়ু সংকট এবং নগরায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় একক প্রচেষ্টা যথেষ্ট নয়।
এজন্য প্রয়োজন আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা।” এসক্যাপ -এর এই অধিবেশন বাংলাদেশের জন্য একটি কৌশলগত প্ল্যাটফর্ম,
যেখানে অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি টেকসই উন্নয়ন এজেন্ডা ২০৩০ অর্জনে অন্তর্ভুক্তিমূলক ও রূপান্তরমূলক নগর সমাধান উপস্থাপন করার সুযোগ তৈরি হয়েছে।