ভেংচি দিয়ে শাজাহান খানরা রেহাই পাবে না, যা বললেন আইনজীবী

আদালতে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের দিকে তাকিয়ে ভেংচি দিয়েছেন সাবেক ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী শাজাহান খান। তবে এ ঘটনা নতুন নয়। এর আগেও কয়েক বার তিনি এমন করেছেন।

ঘটনায় উপস্থিত আইনজীবী অ্যাড. গাজী কামরুল ইসলাম সজল বলেন, ‘শাজাহান খানকে আজকেও দেখেছি যে সে আদালতে এসে ভেংচি মারছে, হাসাহাসি করছে। এছাড়া গতকালও আমরা বিভিন্ন খবরে দেখেছি সে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছে,

পুলিশকে রাজাকার বলেছে। এরা খুব নির্লজ্জ। পনেরো বছর যে তারা মানুষকে হত্যা, গুম করেছে, সর্বোপরি জুলাই গণঅভ্যুত্থানের সময় তারা যে ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে, সে বিষয়ে তাদের কোনো অনুশোচনা নেই।’

তিনি আরও বলেন, ‘কোনো মানুষ যখন বেশি নেশাগ্রস্ত হয়, তখন সে যেটা খেয়ে নেশাগ্রস্ত হয় তার প্রতি আর কোনো ফিলিংস থাকে না। তদ্রুপ এরাও গুম-খুন করতে করতে হত্যাকারী হিসেবে অ্যাডিক্টেড (নেশাগ্রস্ত) হয়ে গেছে। সেজন্যই এসব বিষয়ে তাদের কোনো অনুশোচনা বা অনুভূতি নাই।’

সূত্র: https://www.facebook.com/watch/?v

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *