হাতের ইশারায় আ’দা’লতে যে বার্তা দিলেন পলক?

আজ রোববার, ২০ এপ্রিল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়ার অংশ হিসেবে ছাত্র-জনতার গণআন্দোলনে পতিত সাবেক হাসিনা সরকারের ১৯ জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাকে হাজির করা হয়।

এদের মধ্যে ছিলেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকও। আদালতে প্রবেশের সময় নিরাপত্তা বলয়ে থাকা সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সামনে আচমকাই পলককে দেখা

যায় একটি ব্যতিক্রমী ভঙ্গিতে। তিনি দুই হাত মুখের সামনে এনে ‘ক্রস’ চিহ্ন তৈরি করেন এবং এরপর হাত দুটো মুঠো করে আবার ছেড়ে দেন। এই হঠাৎ করা হাতের ইশারার উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে স্পষ্ট

না হলেও সামাজিক মাধ্যমে ও রাজনৈতিক মহলে এটি নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। কেউ বলছেন, এটি হয়তো তার নির্দোষত্বের প্রতীকী বার্তা, আবার কেউ মনে করছেন এটি আদালতের প্রতি কোনো মৌন প্রতিবাদ।

তবে এ বিষয়ে পলক বা তার আইনজীবীদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। আদালতের ভেতর তার এমন ভঙ্গিমা উপস্থিত গণমাধ্যমকর্মীদের মধ্যেও কৌতূহলের সৃষ্টি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *