
সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের সংখ্যা বাড়ছে বলে আলোচনা চললেও, এ নিয়ে কোনো ধরনের উদ্বেগ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা সরকারের প্রেস সচিব শফিকুল আলম।
‘ফেস দ্য পিপল’-এর এক অনলাইন টকশোতে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “আমরা মোটেও চিন্তিত না। পুরো আট-নয় মাসে তারা মোট ৮/৯টি ঝটিকা মিছিল করেছে। অনেকে বলছেন সংখ্যাটা বাড়ছে।
কিন্তু একেকটা মিছিলে আপনি দেখেন—৫/৬ জন মানুষ মাত্র তিন মিনিটের মতো মিছিল করে চলে যায়। তিনি আরও বলেন, “আমরা তো বলছি না যে আওয়ামী লীগের সমস্ত লোক হাওয়া হয়ে গেছে।
আওয়ামী লীগের কিছু দোসর বা সমর্থক এখনো আছে। তবে, তাদের মধ্যে যারা অভিযুক্ত, অবশ্যই তাদের গ্রেপ্তার করা হবে। এর আগে একই অনুষ্ঠানে শেখ হাসিনার ‘পাল্টা থাপ্পড়’-বক্তব্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে প্রেস সচিব হেসে বলেন,
“উনার কথা কেউ শুনছেন?” তিনি শেখ হাসিনার ম্যাস মার্ডার সম্পর্ক মন্তব্য করেন এবং বলেন, “মানুষ তার কথা শুনবে কেন? উনার মধ্যে তো কোনো রিমোর্স বা রিগ্রেট নেই।
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/v/16NVVhuWJX/