
প্রধানমন্ত্রীর মেয়াদ সংক্রান্ত বিষয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, “আমাদের প্রস্তাব হলো—পরপর দুই বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। তবে তার মানে এই নয় যে তিনি আর কখনো প্রধানমন্ত্রী হতে পারবেন না।
শনিবার (২০ এপ্রিল) এক বিবৃতিতে তিনি বলেন, “যদি কেউ দুইবার প্রধানমন্ত্রী হন এবং পরে একটি বিরতির পর আবার জনগণ সেই পার্টিকে মেজরিটি পার্টি হিসেবে নির্বাচিত করে, তাহলে সেই পার্টি চাইলে ওই একই ব্যক্তি আবার প্রধানমন্ত্রী হতে পারেন।”
তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী পদে সরাসরি নির্বাচন হয় না। মেজরিটি পার্টির নেতা হিসেবে যিনি থাকেন তাকেই প্রধানমন্ত্রী করা হয়। তবে মেজরিটি পার্টি চাইলে অন্য কাউকেও প্রধানমন্ত্রী করতে পারে।
সালাউদ্দিন আহমেদ বলেন, “আমরা পাঁচ বছরের প্র্যাকটিসের মধ্যে থাকতে চাই—প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও সংসদের মেয়াদ সবকিছুই যেন পাঁচ বছর হয়। তবে প্রধানমন্ত্রীর মেয়াদে সীমাবদ্ধতা আনতে চাইলেও
সেটা বাধ্যবাধকতায় পরিণত করতে চাই না। তিনি প্রশ্ন রেখে বলেন, “কেন ধরে নিচ্ছেন যে একই ব্যক্তি বারবার প্রধানমন্ত্রী হবেন? আমরা অপশন রাখতে চাই—যাতে কোনো বাধ্যবাধকতা তৈরি না হয়।
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/v/15ESgHQt1x/