‘জসিম তুই না’—বলেই গোপালগঞ্জে সমন্বয়কসহ দুজনকে বেধড়ক পিটুনি

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ছাত্র অধিকার পরিষদের দুই নেতার ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে গোপালগঞ্জ শহরের এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনের

সড়কে এ ঘটনা ঘটে।নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে একটি ফেসবুক পোস্টের জেরেই সংগঠনটির নেতাকর্মীরা এই হামলা চালাতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

হামলায় আহতরা হলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের আহবায়ক মো. জসিম উদ্দিন ও সদস্য সচিব সাইদুর রহমান। তাদের মধ্যে জসিম ‘সমন্বয়ক’ হিসেবে পরিচিত।

হামলায় আহত হয়ে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন তারা। জসিম উদ্দিন সাংবাদিকদের বলেন, বিকাল ৪টার দিকে খাওয়ার জন্য ক্যাম্পাস থেকে গোপালগঞ্জ শহরে আসেন তারা তিনজন।

এসএম মডেল স্কুলের সামনে সড়কে পৌঁছালে ১০/১২ জন যুবক তাদের ঘিরে ফেলেন এবং বলেন, ‘জসিম তুই না’? এ কথা বলেই হামলাকারীরা তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং মারতে থাকেন। লোকজন জড়ো হলে চাঁদাবাজি করার অভিযোগ তুলে ক্যাম্পাস থেকে বের না হওয়ার হুমকি দেন।

হামলাকারীদের চিনতে না পারার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, বৃহস্পতিবার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে নিয়ে দেওয়া ফেসবুক পোস্টের কারণে এ ঘটনা ঘটতে পারে।

গোপালগঞ্জ সদর থানার ওসি সাজেদুর রহমান বলেন, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক হাসপাতালে গিয়ে তাদের সাথে কথা বলেছি। হামলাকারীদের আইনের আওতায় আনতে অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *