
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ব্রাহ্মণবাড়িয়া (৪) আখাউড়া-কসবা আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়া বলেছেন, ১৭ বছরে বিএনপির শত শত নেতাকর্মীর গুম, খুন, পঙ্গুত্বের বিনিময়ে তৈরি
হওয়া আন্দোলন সংগ্রামের পাটাতনের উপর ভিত্তি করেই জুলাই-আগস্টের অভ্যুত্থান হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ক্যারিশম্যাটিক লিডারশিপের মাধ্যমে আন্দোলনটি স্ফুলিঙ্গের মত সারা দেশে ছড়িয়ে পরে।
সেই আন্দোলনে বিএনপির নেতাকর্মীসহ ছাত্র-জনতা হাসতে হাসতে প্রাণ দিয়েছেন। বাংলাদেশকে ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত করার জন্য তারা অকাতরে তাদের জীবন বিলিয়ে দিয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) বিকালে আখাউড়া পৌরসভার ১নং ওয়ার্ড (দূর্গাপুর) বিএনপির আয়োজনে সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেছেন।
এ সময় কবির আহমেদ ভূইয়া বলেন, ছাত্র-জনতা এবং সাধারণ মানুষের জীবনের বিনিময়ে আজকে আমরা মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ পেয়েছি। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে। এই সুযোগ আমাদেরকে কাজে লাগাতে হবে।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপি এখনও ক্ষমতায় আসেনি। বিএনপিকে ক্ষমতায় আনতে হলে জনগণের দ্বারে দ্বারে যেতে হবে। জনগণের কাছে তারেক জিয়া ও ধানের শীষের সালাম পৌঁছে দিতে হবে। মানুষের ভালোবাসা নিয়ে আমাদেরকে ক্ষমতায় আসতে হবে।
ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হাই এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ জয়নাল আবেদীন আব্দু, সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম, পৌর বিএনপির সভাপতি মোঃ সেলিম ভূইয়া, সাধারণ
সম্পাদক মোঃ আক্তার খান, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ জালাল উদ্দিন জালু, সৌদি আরব তায়েফ প্রবাসী বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম লিটনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।