বিএনপি ক্ষমতায় এলে কে হবেন প্রধানমন্ত্রী? যা বললেন তারেক রহমানের উপদেষ্টা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, দল ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী কে হবেন? এ নিয়ে বিএনপির পক্ষ থেকে এখনো নির্দিষ্ট ঘোষণা না এলেও দলের সর্বসম্মত সমর্থনে তারেক রহমানই জাতিকে নেতৃত্ব দেবেন।

তার কথায় উঠে আসে, বিএনপি ক্ষমতায় এলে ‘উপপ্রধানমন্ত্রী’ ও ‘উপরাষ্ট্রপতি’ পদের মতো নতুন কাঠামো চালুর প্রস্তাবও।মাহদী আমিন দাবি করেন, পতিত আওয়ামী লীগ সরকার রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে তারেক রহমানের বক্তব্যকে

আদালতের মাধ্যমে নিষিদ্ধ করেছিল, যা বিশ্বে নজিরবিহীন। কারণ, তারা জানতো, কোনোভাবেই রাজনৈতিকভাবে তারেক রহমানের আকাশচুম্বি জনপ্রিয়তাকে মোকাবিলা করার শক্তি বা সামর্থ্য তাদের নাই।

তার ভাষায়, ‘তারেক রহমানই একমাত্র রাজনৈতিক নেতা, যিনি তৃণমূল পর্যন্ত যোগাযোগ রাখেন এবং জাতীয় পর্যায়ে প্রতিটি খাতে স্পষ্ট নীতিমালা প্রণয়ন করেছেন’।

এছাড়া তিনি গণঅভ্যুত্থান, কোটা সংস্কার, বেকারত্ব নিরসনসহ তরুণ প্রজন্মের বিভিন্ন দাবির পক্ষে তারেক রহমানের ভূমিকা তুলে ধরেন। তারেক রহমানের এই উপদেষ্টা বলেন, ‘তারেক রহমান আজও এমন একজন নেতা, যিনি কাউকে অসম্মান না করেই রাজনৈতিক বক্তব্য দেন। যা দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেয়’।

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রসঙ্গে তিনি বলেন, ‘তাদের প্রতি আমাদের শুভকামনা রয়েছে। তবে তারা যেন সরকার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থেকে রাজনৈতিকভাবে স্বতন্ত্রভাবে কাজ করতে পারে, সেটাই আমাদের কাম্য’।

পরিবারতন্ত্র নিয়ে ওঠা বিতর্কের জবাবে মাহদী আমিন বলেন, ‘তারেক রহমান ৩৭ বছরের রাজনৈতিক জীবনে একবারও এমপি হননি বা পদ-পদবির জন্য রাজনীতি করেননি। এটি তার রাষ্ট্রনায়কসুলভ সংযম ও দায়িত্ববোধের প্রমাণ’।

সাক্ষাৎকারের শেষ দিকে তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ জানে, গণতান্ত্রিক নেতৃত্বের প্রতীক এখন একজনই—তিনি তারেক রহমান। আর এই বিশ্বাস ভোটের মাধ্যমেই প্রমাণিত হবে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *