ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ, আর এতে শুধু ফিলিস্তিনিদেরই অধিকার রয়েছে: শি জিন পিং

ট্রাম্পের শত চাপেও গাজা ও ইরানের ওপর থেকে পরাশক্তি চীন ও রাশিয়ার সমর্থন সরানো সম্ভব হয়নি। ফিলিস্তিনের সমর্থনে আবারও নিজের দৃঢ় অবস্থান তুলে ধরেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

মালয়েশিয়া সফরে গাজার বাসিন্দাদের জোরপূর্বক উচ্ছেদের বিরুদ্ধে বার্তা দিয়েছেন তিনি। শি জিনপিং বলেন, গাজা ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ, আর এতে শুধু ফিলিস্তিনিদেরই অধিকার রয়েছে।

শুধু চীন নয়, একই দিনে ইরানসমর্থিত ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের প্রশংসায় ভাসিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। গাজা দখলে নিতে যুক্তরাষ্ট্রের সমর্থনে মরিয়া চেষ্টা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।

গাজায় অনির্দিষ্টকালের জন্য সেনা মোতায়নের ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু। একের পর এক এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে দেয়া হচ্ছে। তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এমন আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে ঘৃণার জোয়ার উঠেছে।

এমন পরিস্থিতিতে গাজা নিয়ে আবারও হুঁশিয়ারি দিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মালয়েশিয়া সফরে গাজার জনগণকে জোরপূর্বক উচ্ছেদের বিরুদ্ধে বার্তা দিয়ে তিনি বলেন, গাজা ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ এবং এতে কেবলমাত্র ফিলিস্তিনিদেরই অধিকার রয়েছে।

ইসরায়েলের আগ্রাসন বন্ধে দ্বিরাষ্ট্র নীতির বাস্তবায়নের মাধ্যমে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে আবারও চীনের সমর্থনের কথা জানান শি জিনপিং। তিনি জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ দেওয়ার আহ্বান জানান এবং যেকোনো পরিস্থিতিতে গাজায় ফিলিস্তিনিদের শাসন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

সূত্রঃ https://youtu.be/9pM8Rzcx9IA?si=PPBbzrBC7Fpv5KSu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *