‘প্রাণ বাঁচাতে’ ওসির রুমে অবরুদ্ধ ছাত্র-জনতা

চাঁদাবাজির প্রতিবাদ করায় দোকান ভাঙচুরের অভিযোগ জানাতে গিয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় অবরুদ্ধ হয়েছেন কয়েকজন। এমন কয়েকটি ভিডিও সম্প্রতি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

একটি ভিডিওতে দেখা যাচ্ছে, আগারগাঁও নতুন রাস্তায় চায়ের বাড়ি নামের একটি খাবারের স্টলে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ করছেন আকিব হোসেন নামের এক ব্যক্তি। লাইভ ভিডিওতে তাকে বলতে শোনা যায়,

মেলার নামে এখানে সন্ত্রাসী কার্যক্রম চলছে। আমি স্বৈরাচারের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে সংগ্রাম করেছি, যৌথবাহিনীর সঙ্গে কাজ করেছি, আর আজ আমার স্টল ভাঙচুর করেছে।

পরের আরেকটি ভিডিওতে কয়েকজনকে শেরেবাংলা নগর থানার ওসির রুমে অবরুদ্ধ অবস্থায় দেখতে পাওয়া যায়। থানায় অভিযোগ জানাতে গেলে চাঁদাবাজরা সেখানে হামলা চালাতে যায় বলে তারা অভিযোগ করেন।

প্রাণ বাঁচাতে অস্ত্রের মুখে তারা ওসির রুমে আশ্রয় নেন। এ সময় লাইভ ভিডিওতে তাদের সেনাবাহিনী না আসলে রুম থেকে বের হবেন না বলে বলতে শোনা যায়।

আকিব হোসেন নামের ওই ভুক্তভোগী বলেন, আমি প্রতিবাদ করায় আমার স্টল ভাঙচুর করা হয়েছে। পরে আমার স্টলের সামনে ছাত্র-জনতা জড়ো হয়। পরে আমরা একটি অভিযোগ জানাতে আসি শেরেবাংলা থানায়।

এখানে আসলে যারা আমার স্টল ভাঙচুর করেছে তারা এক-দেড়শ গুণ্ডাবাহিনী-অস্ত্রশস্ত্র নিয়ে থানায় হামলা চালাতে আসে। আমরা পরে ওসি সাহেবের রুমে আশ্রয় নিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *