এবার ইমামদের জন্য সুখবরের কথা জানালেন ‘ধর্ম উপদেষ্টা’

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে বলেন, সরকারি মসজিদের বাইরে সাড়ে তিন লাখের মতো মসজিদ আছে। এগুলো বেসরকারিভাবে পরিচালিত হচ্ছে। তাদেরকে বেতন দিতে হলে হাজার হাজার কোটি টাকা লাগবে।

আমরা মাননীয় অর্থ উপদেষ্টার সাথে কথা বলেছি। প্রথমে ১০ পারসেন্ট করে আমরা যদি ইনিশিয়েট করে দিতে পারি, আস্তে আস্তে পুরা বাংলাদেশে ওই বেতনটা চালু হয়ে যাবে। মসজিদ পরিচালনা নীতিমালা ২০০৬ এবং ২০১৫ কে সমন্বয় করে আমরা একটা নীতিমালা তৈরি করছি।

আমাদের কাজ প্রায় সমাপ্তি পর্যায়ে। আমরা ওখানে ইমামদের চাকরিটা নিশ্চিত করতে চাই। একজন ইমামের নিয়োগ, তার প্রমোশন সবকিছু নীতিমালা অনুযায়ী হবে।

ইমাম প্রশিক্ষণ কেন্দ্র থেকে আমরা ইতিমধ্যে প্রায়৭৪ হাজার ইমাম মুয়াজ্জিনকে প্রশিক্ষণের আওতায় এনেছি। তাদের নিয়োগ, উন্নয়ন, আবাসন, ফেস্টিভাল বোনাস প্রদান এমনকি চাকরি থেকে যদি তাকে বিদায় করতে হয় তাও এই নীতিমালার মধ্যে আনতে হবে।

তুমি চলে যাও, তুমি নামাজ পড়াতে পারবে না এ জাতীয় কথা যেন না থাকে এবং এটা আমরা লিখিতভাবে গেজেট আকারে করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *