
চট্টগ্রামের চন্দনাইশে ভাগিনীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় অভিযুক্ত নাজিম উদ্দীনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে কক্সবাজার জেলার রামু থানাধীন রশিদনগর ইউনিয়নের কাদমার পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল। তিনি বলেন, ‘চন্দনাইশের ঘটনায় একমাত্র অভিযুক্ত নাজিমকে কক্সবাজারের রামু থেকে গ্রেপ্তার করা হয়েছে।’
এর আগে বুধবার চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ২০ বছর বয়সী এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ। একইসঙ্গে ওই কলেজ শিক্ষার্থীর নানা-নানিকে কুপিয়ে জখম করেন তিনি।
পুলিশ জানায়, ওই তরুণীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি তরুণীর আত্মীয় বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। বুধবার মধ্যরাত ২টার দিকে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতরা হলেন—তরুণীর নানা ৭০ বছর বয়সী আব্দুল হাকিম ও নানী ৬০ বছরের ফরিদা বেগম। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত নাজিম ফরিদা বেগমের আপন বোনের ছেলে।
চন্দনাইশ থানার উপপরিদর্শক (এসআই) নয়ন চন্দ্র আচার্য্য জানান, প্রাথমিক তদন্তে পুলিশের মনে হয়েছে, তরুণীকে ধর্ষণের পর টয়লেটের ভেতর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
নয়ন চন্দ্র আরও বলেন, ভিকটিম কয়েকদিন আগে ঈদের ছুটি কাটাতে নানা বাড়িতে আসেন। অভিযুক্ত নাজিম মঙ্গলবার রাতে ওই বাড়িতে আসে।
মধ্যরাতে মেয়েটি টয়লেটে গেলে সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাটি নানা-নানি দেখে ফেলায় তাদেরও গলায় কুপিয়ে জখম করা হয়। পুলিশের ভাষ্য, খবর পেয়ে রাত ৩টার দিকে টয়লেটের ভেতর থেকে তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। তার মুখে ওড়না গোঁজা ছিল।