হাজারো শ্রমিকের টাকা মেরে বিদেশে আ. লীগ নেতা

শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, রোয়ার গ্রুপের মালিক ও সাবেক এমপি সাইফুজ্জামান শিখরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে।

শিখর বর্তমানে পলাতক রয়েছেন এবং তার ময়মনসিংহের ভালুকাস্থ কারখানার শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধে তিনি ব্যর্থ হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সচিবালয়ে ঈদুল ফিতর উপলক্ষে শ্রমিকদের পাওনা নিষ্পত্তি বিষয়ক এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য প্রকাশ করেন।

ড. সাখাওয়াত হোসেন বলেন, “শিখর পলাতক থাকায় শ্রমিকদের বেতন দেওয়ার মতো কেউ নেই। এ অবস্থায় আমরা একটি কমিটি গঠন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের **আপদকালীন তহবিল থেকে ১ কোটি ২৩ লাখ ৩৫ হাজার ৫৩৪ টাকা প্রদান করেছি।”

তিনি আরও জানান, শিখরের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে এবং আগামী কয়েক দিনের মধ্যে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে।

শ্রম উপদেষ্টা জানান, ঈদের আগে ৫টি কারখানায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ নিয়ে জটিলতা দেখা দিলে সরকার হস্তক্ষেপ করে তা সমাধান করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *