এবার যে ৫ নির্দেশনা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের

বাংলাদেশ পুলিশে কনস্টেবল, এএসআই ও এসআই পর্যন্ত ঝুঁকি ভাতার ব্যবস্থা রয়েছে। চাকরির নির্দিষ্ট সময়ের পর তারা ঝুঁকি ভাতা পেয়ে থাকেন। বিভিন্ন সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্যও ঝুঁকিভাতা দেওয়ার দাবি উঠেছে।

কিন্তু সেই দাবি আলোর মুখ দেখেনি। পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তৃণমূল পর্যায়ে যে সব পুলিশ কাজ করেন তাদের

কল্যাণে ঝুঁকি ভাতার প্রচলিত সিলিং তুলে দেওয়ার নির্দেশনা দিয়েছেন। এছাড়াও নতুন গাড়ি কেনা, পুলিশের উন্নয়ন প্রকল্পে অর্থ ছাড়সহ ৫টি নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বুধবার (১৯মার্চ) এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা গত ১৭ মার্চ মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ সভায় অংশ নেন। সেখানে কর্মকর্তারা তাদের সুবিধা ও অসুবিধার বিষয়ে প্রধান উপদেষ্টাকে জানান।

এসব সমস্যা সমাধানে কী করা যেতে পারে তা নিয়ে বুধবার প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও সংশ্লিষ্টদের সঙ্গে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রেস উইং থেকে জানানো হয়, আলোচনায় প্রধান উপদেষ্টা তৃণমূল পর্যায়ে যে সকল পুলিশ কাজ করেন তাদের কল্যাণে কয়েকটি বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তা হলো-

১। ঝুঁকি ভাতার প্রচলিত সিলিং তুলে দেয়ার বিষয়টি বিবেচনা করা।

২। পুলিশের জন্য নতুন ৩৬৪টি পিকআপ এবং ১৪০টি প্রিজনভ্যান কেনার উদ্যোগ নেওয়া।

৩। পুলিশের চলমান নির্মাণ প্রকল্পের যেগুলোর কাজ ৭০% এর নিচে সম্পাদিত হয়ে আছে সেগুলোতে অর্থ ছাড় করা।

৪। ভাড়াকৃত ভবনে অবস্থিত ৬৫টি থানার জমি অধিগ্রহণের জন্য অর্থ ছাড় করা।

৫। পুলিশের এসআই ও এএসআই র‍্যাংকের কর্মকর্তাদের জন্য মোটরসাইকেল কিনতে সুদমুক্ত ঋণের বিষয়টি বিবেচনা করা।

এসময় প্রধান উপদেষ্টা বলেন, কর্ম সম্পাদনের ফলাফলের ভিত্তিতে জেলা পুলিশকে শ্রেণিভুক্ত করে যাদের পারফর্ম্যান্স অপেক্ষাকৃত কম, তাদের কর্মক্ষমতা বাড়ানোর ব্যবস্থা করতে হবে।

পাশাপাশি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *