নিয়োগে সুপারিশ: নাহিদ ও নুসরাতকে নিয়ে যা বললেন হান্নান মাসুদ

ওয়াসার আউটসোর্সিং নিয়োগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সুপারিশ করা কিছু নথি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যা নিয়ে চলছে বিভিন্ন আলোচনা ও সমালোচনা।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন।

সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে দেওয়া পোস্টে মাসুদ জানান, আউটসোর্সিং নিয়োগে কোনো বিজ্ঞপ্তি বা পরীক্ষা হয় না। এটি সাধারণত দৈনন্দিন ভিত্তিতে স্বল্প সময়ের জন্য চাকরি হিসেবে কাজ করে।

যখন সংকটময় মুহূর্তে জনবল প্রয়োজন হয়, তখন বিভিন্ন সুপারিশের ভিত্তিতে এই আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ দেওয়া হয়ে থাকে। এ বিষয়ে মিডিয়া ট্রায়াল ও চরিত্র হননের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন হান্নান মাসুদ।

তিনি আরও বলেন, “নাহিদ ইসলাম ভাই এবং নুসরাত তাবাসসুম আপুকে আমি কমপক্ষে ৪ বছর ধরে চিনি এবং তাদের পাশে আছি। কিছু মানুষ চিলে কান নিয়ে এসেছে, আর তার পেছনে দৌড়াচ্ছে, কিন্তু কান আছে কি না,

সেটি দেখার সময় তারা হারিয়ে ফেলেছে। মাসুদ আরো জানান, “এই মানুষগুলো সামনের সংকটকালে দেশের জনগণের পাশে থাকবে না। নিজেদের স্বার্থে তারা ঠিকই কারো না কারো কাছে আশ্রয় নেবে।”

এরপর একে অপর পোস্টে তিনি মন্তব্য করেন, “মিডিয়া ট্রায়াল এখনও চলছে, এবং সবাই সেই ফাঁদে পা দিচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *