’তুয়ি কে, আমি কে, আছিয়া আছিয়া’- স্লোগানে উত্তাল রাবি

দেশে চলমান ধর্ষণ প্রতিরোধ, ধর্ষকের শাস্তি নিশ্চিত ও সার্বিক নিরাপত্তার দাবিতে ৮ মার্চ বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সন্ধ্যায় মিছিল শুরু হয়ে ছাত্রী হলগুলোর সামনে দিয়ে অতিক্রম করে। দলে দলে সেখানে ছাত্রীরা যুক্ত হয়। ৮ টার দিকে মিছিলটি জোহা চত্বরে সমবেত হয়।

এসময় শিক্ষার্থীদের স্লোগান ছিল – ‘তুমি কে আমি কে, আছিয়া আছিয়া’ , ধর্ষিতার কান্না, আর না আর না’, ‘ধর্ষকের শাস্তি, মৃত্যু মৃত্যু’, ‘ধর্ষকের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘একটা একটা ধর্ষক ধর, ধরে ধরে জবাই কর’, ‘আমার বোনের কান্না, আর না আর না’। মিছিলে শিক্ষার্থীদের সাথে শিক্ষকরাও ছিলেন সরব।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক মেহেদী সজীব বলেন, ‘এই দেশকে অস্থিতিশীল করার জন্য উদ্যেশ্য প্রণোদিতভাবে দেশের বিভিন্ন জায়গায় আমাদের মা বোনদের ওপর নির্যাতন চালানো হচ্ছে।

নতুন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে আমরা বার বার বলতে চাই আপনারা যদি আমার বোনদের ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, তাহলে এই দেশের শাসনভার চালানোর অধিকার আপনারা হারিয়ে ফেলেছেন।

আপনারা যদি শাসনভারে থাকতে চান তাহলে অতি শীঘ্রই আমার বোনদের ধর্ষকদের মৃত্যুদণ্ড কার্যকর করে বাংলাদেশ থেকে ধর্ষককে বিতাড়িত করার পদক্ষেপ গ্রহণ করুন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *