
‘সিক্রেট সার্ভিস এজেন্ট’ হিসেবে এক শিশুকে নিয়োগ করে আমেরিকাসহ পুরো বিশ্ববাসীকে চমকে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেয়ার সময় এই চমকপ্রদ ঘোষণা দেন ট্রাম্প।
গণমাধ্যমের তথ্যানুসারে, টেক্সাসের বাসিন্দা ড্যানিয়েলের বয়স মাত্র ১৩ বছর। দীর্ঘ কয়েক বছর ধরে দুরারোগ্য ক্যান্সারের সঙ্গে কঠিন লড়াই চালাচ্ছেন ড্যানিয়েল। তার স্বপ্ন ছিল পুলিশ হওয়ার। সেজন্যই তাকে সিক্রেট এজেন্টের এই পদ দেয়া হয়েছে।
মার্কিন কংগ্রেসে ডিজে ড্যানিয়েলের সঙ্গে সবার পরিচয় করিয়ে দেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই। তার দীর্ঘদিনের লড়াইয়ের কথাও তুলে ধরেন সবার সামনে। ট্রাম্পের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সবাই।
জানা যায়, ২০১৮ সালে বিরল ক্যান্সার ধরা পড়ে ১৩ বছরের ডিজে ড্যানিয়েলের। চিকিৎসকরা জানিয়েছিলেন, তিনি পাঁচ মাসের বেশি বাঁচবেন না।
কিন্তু প্রতিকূলতাকে জয় করে জীবনে ফিরে এসেছে তিনি। ছোটবেলা থেকেই পুলিশ অফিসার হওয়ার ইচ্ছা ছিল তার। নিজের স্বপ্নকে তাই বাঁচিয়ে রেখেছিলেন এবং স্বপ্ন সত্যিই বাস্তবে পূর্ণতা পেল।
ট্রাম্পের চমকপ্রদ ঘোষণার পর তার ডেমোক্র্যাট এবং রিপাবলিকান সদস্যরা একযোগ ডিজে ড্যানিয়েলকে অভিনন্দন জানান, করতালিতে মুখরিত করে তোলেন চারপাশ। ডিজে ড্যানিয়েলকে একটি ব্যাজ পরিয়ে দেন সিক্রেট সার্ভিসের ডিরেক্টর শন কুরান। এরপর কিছু সদস্য তাকে কোলে তুলে নেন।