আজ থেকে চিকিৎসকদের ‘কলম বিরতি’, সর্বাত্মক কর্মবিরতির হুশিয়ারি

পদোন্নতির দাবিতে আজ শনিবার থেকে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসকরা। আগামী তিন দিন সকাল ১০টা থেকে দুই ঘণ্টা ‘কলম বিরতি’ নামে এই কর্মসূচি চলবে। এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আগামী মঙ্গলবার (১১ মার্চ) থেকে সর্বাত্মক কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চিকিৎসকরা।

চিকিৎসকদের অভিযোগ, পদোন্নতির যোগ‍্যতার সব শর্ত পূরণ এবং ডিজি/মিনিস্ট্রিতে সব ফাইল বারবার আপডেটের পরও বছরের পর বছর পদোন্নতি আটকে রাখা হচ্ছে।

তাঁদের দাবি, বাংলাদেশের চিকিৎসাসেবা ও চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন, এমবিবিএস, বিডিএসের আন্তর্জাতিক স্বীকৃতি অক্ষুণ্ণ রাখা এবং ক্যাডারবৈষম্য নিরসনে পদন্নোতিযোগ্য সব বিশেষজ্ঞ ডাক্তারকে দ্রুত সুপারনিউমারি পদন্নোতি দিতে হবে।

গত ২৫ ফেব্রুয়ারি বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের কনফারেন্সরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিসিএস (স্বাস্থ‍্য) ক‍্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের আহ্বায়ক ডা. মির্জা মো. আসাদুজ্জামান রতন বলেন,

দ্রুততর সময়ের মধ্যে পদোন্নতি না দিলে ৮ মার্চ (শনিবার) থেকে তিন দিন ২ ঘণ্টা (সকাল ১০টা থেকে ১২টা) করে কর্মবিরতি পালন করা হবে। এরপরও যদি দাবি পূরণ না করা হয়, তাহলে আগামী ১১ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন‍্য পূর্ণ কর্মবিরতি (জরুরি সেবা চালু থাকবে) পালন করা হবে।

সংবাদ সম্মেলনে সংগঠনটির যুগ্ম আহ্বায়ক ডা. মোহাম্মদ বশির আহমেদ খান বলেন, বিভিন্ন বৈষম্যের ফলে চিকিৎসকদের প্রমোশনের ব্যর্থতার কারণে বাংলাদেশের চিকিৎসাক্ষেত্রে মেধার অপচয় হচ্ছে এবং দক্ষতা দিন দিন হ্রাস পাচ্ছে।

ফলশ্রুতিতে চরম বিষণ্ণতার শিকার হচ্ছি আমরা। এ ছাড়া কর্মক্ষেত্রে যথাযথ সম্মানের অভাবে মানসিকভাবে বিপর্যস্ত যোগ্য প্রার্থীরা। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যারা বিভিন্ন কারণে পদোন্নতিবঞ্চিত হয়েছেন, তাদের দ্রুত পদোন্নতি দিতে হবে। এ কর্মসূচি সারা দেশের সব হাসপাতালের চিকিৎসকরাও পালন করবেন বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *