আ. লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে যা বললেন নোবেল বিজয়ী অমর্ত্য সেন

নোবেল বিজয়ী অমর্ত্য সেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সতর্ক করেন। তিনি বলেন, অন্যান্য যেসব রাজনৈতিক দল আওয়ামী লীগের বিরুদ্ধে যে অভিযোগ আনছে তা অবশ্যই খতিয়ে দেখতে হবে। না হলে একই ভুলের পুনরাবৃত্তি হবে।

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে অমর্ত্য সেন বলেছেন, সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গুরুত্বপূর্ণ ব্যবস্থা নিয়েছেন। তবে অচলাবস্থা নিরসনে তাকে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে।

সম্প্রতি প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া নামের একটি গণমাধ্যমের সাথে সাক্ষাৎকার দেওয়ার সময় এ কথা বলেন অমর্ত্য সেন। একই সাথে তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সতর্ক করেন। তিনি বলেন অন্যান্য যেসব রাজনৈতিক দল আওয়ামী লীগের বিরুদ্ধে যে অভিযোগ আনছে তা অবশ্যই খতিয়ে দেখতে হবে। না হলে একই ভুলের পুনরাবৃত্তি হবে। বাংলাদেশকে এর মাশুল দিতে হবে।

ড. ইউনুস সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূস ধর্মনিরপেক্ষতা ও গণতান্ত্রিক প্রতিশ্রুতি নিয়ে জোরালো বক্তব্য দিয়েছেন। তার দক্ষতার ওপর দৃঢ় আস্তা রাখেন বলেও মন্তব্য করেন অমর্ত্য সেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *