দল পরিচালনায় অর্থের উৎস সম্পর্কে জানালেন ‘হান্নান মাসউদ’

বেসরকারি গণমাধ্যমের একটি অনুষ্ঠানে একজন দর্শক প্রশ্ন করেন, প্রতিটি দল চালাতে অর্থের প্রয়োজন হয়, আপনাদের অর্থের উৎস কী? জবাবে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য

সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেন, আমাদের অর্থের উৎস হবে ক্রাউড ফান্ডিং, সেই সাথে প্রবাসীরাও অনেকে ফান্ড দিবেন আমরা আশা করি। তবে আমরা এইটা ক্লিয়ার করে রাখবো প্রতি ৬ মাস বা ১ বছর পরেই এর হিসাব আমরা দিব।

অনলাইন বেসড হবে এটা, যেন যে কোন মানুষ দেখতে পারে। ওয়েবসাইটে সব হিসাব থাকবে, কোন জায়গা থেকে টাকা আসতেছে বা খরচ হচ্ছে। এই স্বচ্ছতাটা আমরা নিশ্চিত করতে কাজ করছি।

সূত্রঃ https://youtu.be/DA-i3WVgrWA?si=ovz-WCl3mkw13m64

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *