পতিত সরকারের অন্যতম কৌশল কী ছিল, জানালেন ‘প্রেস সচিব’

জঙ্গি ও মৌলবাদী তকমা দিয়ে গুম-খুন করাই ছিল পতিত সরকারের অন্যতম কৌশল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রাজধানীর এফডিসিতে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) হেফাজতে ইসলামের গণসমাবেশে হত্যাকাণ্ড নিয়ে আয়োজিত ছায়া সংসদে তিনি এ কথা বলেন।

প্রেস সচিব বলেন, ২০১৪ সালের নির্বাচনকে নির্বিঘ্ন করার জন্য ২০১৩ সাল ছিল আওয়ামী লীগের গুম ও খুনের এক মহোৎসব।

তিনি বলেন, শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ ও হত্যাকাণ্ডের ঘটনা কাভার করা ছিল আমার সাংবাদিকতা জীবনে এক ভয়াবহ অভিজ্ঞতা।

শফিকুল আলম বলেন, ২০১৩ সালের সেই রাতে বারাকাহ, ইসলামী হাসপাতাল ও সিদ্ধিরগঞ্জের হাসপাতালগুলোতে গুলিবিদ্ধ অনেকের লাশ পাওয়া গিয়েছিল। কিন্তু সরকার তা স্বীকার করেনি। মৃত্যুর সঠিক তথ্য আমরা এখনও জানতে পারিনি।

প্রকৃত আহত ও নিহতের তথ্য বের করতে সরকারের পাশাপাশি হেফাজতে ইসলাম নিজেরাও অনুসন্ধান করতে পারে বলে জানিয়েছেন তিনি।

প্রেস সচিব বলেন, পতিত আওয়ামী সরকার হত্যার রাজনীতির মাধ্যমে ভয়ের সংস্কৃতি তৈরি করে ক্ষমতা পাকাপোক্ত করার কৌশল অবলম্বন করেছিল।

তিনি বলেন, ২০১৩ সালে হেফাজতের ওপর ক্র্যাকডাউন করে বিশ্বের কাছে নিজেদের জঙ্গিবাদ বিরোধী প্রমাণের চেষ্টা করেছে বিগত সরকার।

ছায়া সংসদে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ৫ মে গভীর রাতে যে হত্যাকাণ্ড ঘটেছিল তা বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায়। ঘুমন্ত মুসল্লিদের ওপর এই বর্বর গণহত্যার বিচার এখন সময়ের দাবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *