শুক্রবারের মধ্যে কমিটির বিষয়টি সুরাহার আল্টিমেটাম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে গঠিত নতুন ছাত্রসংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

কারণ হিসেবে বলা হয়েছে, সেই কমিটিতে ঢাবি শিক্ষার্থীরা নিজেদের মধ্যেই পদ ভাগাভাগি করেছে যেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপেক্ষিত। শুক্রবারের (২৮ ফেব্রুয়ারি) মধ্যে কমিটির বিষয়ে যাবতীয় সমাধানের আল্টিমেটামও দিয়েছে তারা।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় কমিটি ঘোষণাকে কেন্দ্র করে হাতাহাতি এবং মারামারির প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেন।

রাত সাড়ে ১০টার দিকে তারা রাজধানীর বাংলামোটরে অবস্থান নেয়। সেখানে সড়ক অবরোধ করে তারা। এতে এক পর্যায়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভ কর্মসূচি পালন করবে তারা। ২৮ তারিখের মধ্যে কমিটি নিয়ে সমাধান না দিলে ঢাকা ব্লকেড কর্মসূচি ঘোষণা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এম.জে এইচ মঞ্জু জানান, বাংলামোটর থেকে শাহবাগ চত্ত্বর পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল করবে বেসরকারি শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল শেষে তাদের পক্ষ থেকে কিছু দাবিদাওয়া পেশ করা হবে।

বেসরকারি শিক্ষার্থীদের দাবি, আন্দোলনে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পিছিয়ে গিয়েছিল, তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই সেই আন্দোলনকে এক দফায় পরিণত করে। কিন্তু নতুন সংগঠনের কমিটিতে তাদের সেই কাজের অবমূল্যায়ন করা হয়েছে।

কমিটি প্রনয়নকারীরা যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের ভুল স্বীকার করে ক্ষমা না চাইবে এবং কমিটি পুনর্গঠন না করবে, তাদের কোনো কর্মসূচিতেও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবো না বলেও জানায় বিক্ষোভকারীরা।

নতুন ছাত্রসংগঠনের এ কমিটিতে আবু বাকের মজুমদারকে আহ্বায়ক ও জাহিদ আহসানকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌহিদ সিয়ামকে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, রিফাত রশীদকে সিনিয়র সদস্য সচিব, তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরীকে মুখ্য সংগঠক এবং আশরেফা খাতুনকে মুখপাত্র করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন ছাত্রসংগঠনের ঘোষণাকে কেন্দ্র করে সংগঠনটির নেতাকর্মীরা মধুর ক্যান্টিনে জড়ো হন। এ সময় অপরপাশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বঞ্চিত দাবি করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে সেখানে দুইপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *