রাতে মহাসড়কে সেনাবাহিনীর চেকপোস্ট, চলছে তল্লাশি!

উত্তরবঙ্গের যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে বিশেষ চেকপোস্ট পরিচালনা করছে সেনাবাহিনী।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে যমুনা সেতু পশ্চিম মহাসড়কের গোলচত্বর এলাকায় সেনাবাহিনীর সদস্যরা এ চেকপোস্টের কার্যক্রম শুরু করেন।

এ কার্যক্রম প্রতিদিন মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পরিচালিত হবে। সিরাজগঞ্জ ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে সেনা সদস্যরা দূরপাল্লার যানবাহনগুলো তল্লাশির পাশাপাশি

যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিতে কাজ করছেন। যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনারুল ইসলাম জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মহাসড়কে বেপোরোয়াভাবে চলাচলকারী যানবাহনগুলোকে সতর্কবার্তা দেওয়ার বিষয়টিও চেকপোস্টে গুরুত্ব পাচ্ছে।

এছাড়া বিশৃঙ্খলা সৃষ্টিকারী গোষ্ঠীদের আইনের আওতায় আনার পাশাপাশি মাদক ও অস্ত্র উদ্ধারে কাজ করছেন সেনা সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *