জিয়াউর রহমান আল্লাহর অলি ছিলেন, ৩০ পারা কোরআন বুকে রাখতেন:বরকত উল্লাহ বুলু

বিএনপির রাজনীতিবিদ, নোয়াখালী ২ ও ৩ আসনের সাবেক সাংসদ বরকত উল্লাহ বুলু বাগেরহাটে বিএনপির এক সমাবেশে বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শতাব্দীর একজন শ্রেষ্ঠ নায়ক ছিলেন।

একজন খাঁটি মুমিন মুসলমান ছিলেন, একজন আল্লাহর অলি ছিলেন। তিনি ৩০ পারা কোরআন শরীফ বুকে রেখে রাষ্ট্র পরিচালনা করতেন। তারচাইতে ঈমানদার কেউ হতে পারে না।

তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রসঙ্গ টেনে বলেন, “কোন মুসলমান যদি সৎ কাজ করে, দেশের বিরুদ্ধে কাজ না করে, কোন মুনাফেকি না করে, সে ধনী হোক গরীব হোক, তার এলাকার হাজার হাজার মানুষ তার জানাজার মধ্য দিয়ে তাকে বিদায়

দেয়, তার প্রতি সম্মান প্রদর্শন করে। শেখ মুজিবের ভাগ্যে কেন ৫ জনের জানাজা জুটলো? নিশ্চয়ই দেশের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল। সে কারণেই আল্লাহ তার ভাগ্যে সেটা নির্ধারণ করেছেন।”

এরপর তিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ব্যাপারে বলেন, “আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউজে কিছু বিপথগামী সৈনিক দ্বারা উনি শাহাদাত বরণ করেছেন।

উনার মৃত্যুর সংবাদ শোনার পর সারা পৃথিবীতে একটি শোকের ছায়া নেমে এসেছে। মুসলিম বিশ্বে ৭ দিন ব্যাপী শোক পালন হয়েছে। বাংলাদেশে ৪০ দিন ব্যাপী শোক পালন হয়েছে।

উনার লাশ যখন ঢাকা শহরে আসলো তখন সমগ্র ঢাকা শহর একটা জানাজা শহরে পরিণত হয়েছে। কোটি কোটি মানুষ সেখানে অংশগ্রহণ করেছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *