গোপনে বেনজীর ও সাকিবের বিরুদ্ধে নজরদারি করছিলো হাসিনা!

পতিত সরকারের আমলে অনেক গণমাধ্যম ও নির্দিষ্ট সাংবাদিকের প্রবেশ বন্ধ ছিলো হাসিনার গণভবনে। তবে সরকার পতনের পর এখন আর সেই বাঁধা নেই।

সম্প্রতি হাসিনার আমলে গণভবনে প্রবেশাধিকার হারানো একটি গণমাধ্যম গিয়েছিলো গণভবনের ভিতরে। সেখানে তারা পেয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র। একটি নথিতে দেখা গেছে, কাদের উপর সরকার নাশকতা করার সন্দেহে নজরদারি করছিল।

সাবেক আইজিপি বেনজীর আহমেদ আর ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে গোপনীয়তার সাথে অভ্যন্তরীণ তদন্ত করার পরামর্শ দেয়া হয় এ নথিতে।

এখানে আরো ছিল, ইসলামী ব্যাংক হাসপাতাল উত্তরা শাখার নাম। তাদের বিরুদ্ধে অভিযোগ যে, তারা বিনামূল্যে আন্দোলনকারীদের চিকিৎসা দিচ্ছে। কোন ঘরগুলো কার তা বোঝার কোনো উপায় ছিলো না,

কিন্তু মাটিতে পড়ে থাকা ডকুমেন্টস থেকে তা কিছুটা অনুমান করা যায়। যেমন পুতুলের ঘরে ছিল অটিজম সংক্রান্ত কাগজে ভরা। জয়ের ঘরে ছিল, তার ফেলে যাওয়া একটা শার্ট এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে অনেক নথি।

সূত্রঃ https://www.youtube.com/watch?v=2mZOLlQvCi8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *