বাসে ডাকাতি ও শ্লীলতাহানীর অভিযোগ না নেওয়া ওসি প্রত্যাহার

নাটোরের বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলামকে যাত্রীবাহী বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানীর অভিযোগে দায়িত্বে অবহেলার কারণে পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়েছে। রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান

শুক্রবার বিকেলে বড়াইগ্রাম থানা পরিদর্শনে এসে সিরাজুল ইসলামকে পুলিশ লাইনসে প্রত্যাহারের নির্দেশ দেন। ডিআইজি জানান, বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির

ঘটনা ঘটলেও ভুক্তভোগীরা থানায় গিয়ে সেবা না পাওয়ার অভিযোগ করেছেন। এছাড়া, ঘটনাটি তিনি সঠিক সময়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাতে ব্যর্থ হন, যা দায়িত্বে অবহেলা হিসেবে বিবেচিত হয়।

ডিআইজি আরও বলেন, বিষয়টি তদন্ত করা হবে এবং তদন্তে অভিযুক্ত হলে ওই কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনা

ঘটার তিনদিন পর টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলা দায়ের হয়। মামলায় অজ্ঞাত ৮-৯ জনকে আসামি করা হয়েছে। এছাড়া, ১৯ ফেব্রুয়ারি রাতে ঢাকা থেকে রাজশাহীগামী ইউনিক রোড রয়েলসের ‘আমরি ট্রাভেলস’ বাসে ডাকাতি সংঘটিত হয়।

প্রায় তিন ঘণ্টা ধরে চলন্ত বাসে ডাকাতির পর, ভোর ৪টার দিকে ডাকাতরা বাসটি একই জায়গায় ঘুরিয়ে নিয়ে নেমে যায়। এই ঘটনার সময় নারীদের শ্লীলতাহানিরও অভিযোগ ওঠে।

বাসের সুপারভাইজার, চালক এবং চালকের সহকারীকে আটক করা হলেও পরে তাদের জামিনে মুক্তি দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *