নতুন দলের আহ্বায়ক চূড়ান্ত, শীর্ষ পদের সংখ্যা বাড়ছে

দিনক্ষণ চূড়ান্ত না হলেও এই মাসেই আসছে নতুন দলের ঘোষণা। দলের নাম চূড়ান্ত হয়নি এখনও। তবে দলের নেতৃত্বে আসছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। দল ঘোষণার আগে তিনি সরকার থেকে পদত্যাগ করবেন।

কিন্তু যাত্রা শুরুর আগেই দলের শীর্ষ পদের দাবি নিয়ে বিভিন্ন পক্ষের বিরোধ প্রকাশ্যে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে বিরোধ প্রকাশ পায়। মূলত বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন,

জাতীয় নাগরিক কমিটি ও ছাত্রশিবিরের সাবেক নেতারা নতুন দলের শীর্ষ নেতৃত্বের জন্য আলোচনায় আছেন। তবে ঝামেলা মেটাতে নতুন দলের পদ বৃদ্ধি করা হচ্ছে বলে জানা গেছে।

গত কয়েক দিনে কয়েকদফা সমঝোতা বৈঠক হয় বিরোধে জড়িয়ে পড়া পক্ষগুলোর মধ্যে। এসব বৈঠকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদ সৃষ্টির বিষয়ে আলোচনা হয়েছে।

এই দুটি পদ বা তার অধিক নতুন পদ সৃষ্টি করা হতে পারে।
আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক এবং মুখপাত্র- এ চারটি পদের পাশাপাশি নতুন পদ তৈরির বিষয়ে আলোচনা হয়েছে।

তবে কে কোন পদে থাকবেন সেটি চূড়ান্ত হয়নি। সংগঠনটির বর্তমান সদস্য সচিবের পদে থাকা আখতার হোসেনকে নতুন দলেও একই পদে রাখার জন্য সদস্যদের একটি পক্ষের চাপ রয়েছে।

একই পদে নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহর নামও প্রস্তাব করেছেন কেউ কেউ। আবার বর্তমান আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকেও এই পদে চায় একটা পক্ষ।

অন্যদিকে, ছাত্রশিবিরের সাবেক নেতারা চান নাগরিক কমিটির নির্বাহী সদস্য এবং শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আলী আহসান জোনায়েদকে যেন নতুন দলের সদস্য সচিব করা হয়।

বিকেন্দ্রীকরণ ও নতুন নেতৃত্ব তৈরির জন্যই নতুন পদ তৈরি করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, আহ্বায়ক পদ বাদে কোনো পদেই এখনো নাম চূড়ান্ত করা হয়নি। দুই – তিনজন নেতৃত্বের কাছে সীমাবদ্ধ না থেকে যাতে ‘বেস্ট লিডার’ পাওয়া যায়, সে বিষয়ে জাতীয় নাগরিক কমিটি সচেষ্ট।

সূত্র- বিবিসি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *