ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষ, আহত ৭

ঢাকা কলেজ ও সিটি কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিটি কলেজের ৭ শিক্ষার্থী আহত হয়েছেন।

সংঘর্ষের ঘটনায় আহত নাম প্রকাশে অনিচ্ছুক সিটি কলেজের দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থী বলেন, আমি আমার বন্ধু সহ টেষ্ট পরীক্ষা দিতে কলেজের দিকে আসছিলাম।

স্টার কাবাব হোটেলের সামনে ঢাকা কলেজের ৩০/৪০ জন শিক্ষার্থী রড, কাচের বোতল, স্টিলের স্কেল দিয়ে অতর্কিত আমাদের দুই জনের ওপর হামলা চালায়। এতে আমার মাথা ফেটে যায়। আমার বন্ধুও আহত হয়।

সিটি কলেজ কর্তৃপক্ষের সূত্রমতে, সংঘর্ষের ঘটনায় সিটি কলেজে ৭ জন শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। তাদেরকে ধানমন্ডি পপুলার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শিক্ষার্থীদের মাথায় ও ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। আহত শিক্ষার্থীদের পক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের অংশ হিসেবে মামলার ঘোষণা দিয়েছেন সিটি কলেজ কর্তৃপক্ষ।

এ বিষয়ে আগামী রবিবার দুই কলেজ কর্তৃপক্ষের মধ্যে বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছেন। ঢাকা কলেজের একাধিক শিক্ষকের সূত্রমতে, আজকের সংঘর্ষে

ঢাকা কলেজের দ্বাদশ শ্রেণির একদল শিক্ষার্থী পূর্ব পরিকল্পিতভাবে সিটি কলেজের শিক্ষার্থীদের ওপর প্রথমে হামলা করে। হামলার ঘটনায় জড়িত সন্দেহে তিন শিক্ষার্থীকে আটক করেছে ঢাকা কলেজ কর্তৃপক্ষ।

সংঘর্ষে নূন্যতম সম্পৃক্ততা পেলে কঠিন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছেন ঢাকা কলেজ প্রশাসন। দুই কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের বিষয়ে ঢাকা সিটি কলেজ অধ্যক্ষ নিয়ামুল হক কোন ধরণের মন্তব্য করতে রাজি হননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *