দুর্বল মেধার লোকেরা বুঝে না, হাসি সব জায়গায় দিতে নাই

লেখক, ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য তার অফিশিয়াল ফেসবুক পেইজের এক স্ট্যাটাসে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খানকে উদ্দেশ্য করে বলেছেন,

ষাট এর দশকে আটকে থাকা বাম ব্যাকগ্রাউন্ডের রাজনীতিবিদদের এই একটা সমস্যা। এই যে জাহান্নামে বইস্যা পুষ্পের হাসি দেয়ার মেটাফর এইটা হইতেছে কমিউনিস্ট ট্রেনিং।

দুর্বল মেধার লোকেরা এইটা বুঝতে পারেনা যে, হাসি সব জায়গায় দিতে নাই। নিরাপদ সড়কের আন্দোলনে ছাত্র মৃত্যু নিয়ে সাংবাদিকেরা প্রশ্ন করায় ঠিক এইভাবে হেসেছিলো জন্যই ছাত্ররা ফুসে উঠেছিলো।

এ এইভাবে হাসবে যতো ততো মানুষ এরে মনে করবে পিশাচ। কোন অনুশোচনা নাই। এর কী করা উচিত বলবো না। বললে যেইখানে হাসা উচিৎ সেইখানে অন্য কাজ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *