নতুন রাজনৈতিক দলে যোগদান ও পদত্যাগ নিয়ে নিজের অবস্তান পরিস্কার করলেন উপদেষ্টা নাহিদ

তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, পত্রপত্রিকায় বা মিডিয়ায় যেভাবে তথ্য আসছে, আমি মনে করি যে, এভাবে আসা উচিত না। কারণ, আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, সেটা প্রকাশের আগেই,

কোনো ধরনের অনুমানের ওপর ভিত্তি করে তথ্য ছড়ানো ঠিক হচ্ছে না। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ ক্ষোভের কথা জানান তিনি।

নাহিদ তিনি বলেন, নতুন রাজনৈতিক দলে যোগদানের বিষয়টি এখনও চূড়ান্ত নয়। সেটা হলে আমি সরকার থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেই সেটি করব।

হয়তো এ সপ্তাহের শেষে আমি এ বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারব আপনাদের সবাইকে। তবে সবাইকে আশ্বস্ত করে তিনি বলেন, নতুন দলে যোগদানের বিষয়ে আমি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি।

কিন্তু সেটার সম্ভাবনা আছে। বাইরে যারা আছে, বৈষম্যবিরোধী ও নাগরিক কমিটি, তারা একটি রাজনৈতিক দলের উদ্যোগের কথা অনেক আগেই বলেছে। আমি আমার জায়গা থেকে বলেছি, যে সেই দলে যুক্ত হওয়ার সম্ভাবনা আমার থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *