ইলিয়াস ও হাসনাতকে হ’ত্যা’র হুমকি আ’লীগ নেতার

আওয়ামী লীগের (BAL) একটি জুম মিটিংয়ের রুম আইডি এবং পাসওয়ার্ড ফাঁস করার জন্য পরিচিত তাসফিকুল রব আবারো নতুন একটি ভিডিও ক্লিপ তার ফেসবুক পেজে শেয়ার করেছেন।

এই ক্লিপে আমেরিকা আওয়ামী লীগের নেতা ড. রাব্বী আলমকে বলতে শোনা যায়, “ইসলাম আপনাকে যুদ্ধের সময় হত্যা করার অনুমতি দেয়, তবে সাধারণ অবস্থায় ইসলাম এটি অনুমোদন করে না।

যুদ্ধেরও ন্যায়সঙ্গত কারণ থাকতে হবে। সুতরাং, যদি ইসলাম আমাকে কাউকে হত্যা করার অনুমতি দিত, তাহলে প্রথম ব্যক্তি হতো ইলিয়াস।

সে একজন মেধাবী ব্যক্তি, কিন্তু ভুল পথে সম্পৃক্ত। আর এই হাসনাত ছেলেও। তাই যদি ইসলাম অনুমতি দিত, তাহলে এদের হত্যা করতাম।”

তাসফিকুল রবের প্রতিক্রিয়া
তাসফিকুল রব ভিডিও ক্লিপটির ক্যাপশনে লেখেন, “আমেরিকা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট প্রকাশ্যে ইলিয়াস হোসেন এবং হাসনাত আবদুল্লাহকে হত্যার ইচ্ছা প্রকাশ করেছেন। এটি উদ্বেগজনক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *