দ্বিতীয় পর্বই হবে এ হাঙ্গামা, বললেন প্রধান উপদেষ্টা!

প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস বলেন, আমাদের মধ্যে অনেক তর্ক-বিতর্ক করা, দূরত্ব সৃষ্টি করার হয়তো প্রবণতা আছে। কিন্তু এই একটি জায়গায় আমরা এক আছি, এখনো এক আছি এবং আমরা এক থাকবো। সে বিশ্বাস আমরা আছি।

এইটা যদি ঠিক থাকে, যেভাবে আমরা প্রথমে প্রথম অধ্যায় আমরা শেষ করলাম। দ্বিতীয় অধ্যায়ে যদি এটা আমরা শিক্ষা নিতে পারি, তৃতীয় অধ্যায়ের জন্য আমাদের কোন চিন্তা নাই। আমরা নিশ্চয়ই নতুন বাংলাদেশ, একটা জিনিস আমাদের পরিষ্কার,

এটা একটা মস্ত বড় শক্তি। প্রথম অধ্যায় যেভাবে আমরা কাটালাম এবং এই কাটানোর মধ্যে যে সমস্ত শক্তি আমাদেরকে ব্যাহত করার চেষ্টা করেছে, আমাদেরকে কুন্ডল করে দেওয়ার চেষ্টা করেছে, তাদেরকেও সুন্দর ভাবে সবাই মিলে মোকাবেলা করতে পেরেছে।

তিনি আরো বলেন, দ্বিতীয় পর্বই এ হাঙ্গামা হবে। কারণ যাদেরকে বাংলাদেশের মানুষ তাড়িয়ে দিয়েছে, অস্বীকার করেছে, তাদেরকে ত্যাগ করেছে, তারা ফিরে আসার জন্য অত্যন্ত ব্যগ্র। প্রতিদিন, প্রতিটি দিন তাদের জন্য মূল্যবান। দেরি হলে তাদের জন্য নষ্ট।

সেজন্য আমাদেরকে শক্ত থাকতে হবে, মজবুত থাকতে হবে এবং আমরা যেগুলো আলাপ করছি, সেগুলো মতবাদ থাকবে কিন্তু আমরা এটার অর্থ নয় যে, আমরা একত্র নয়। আমরা একত্র থাকছি।

ড. মুহম্মদ ইউনূস বলেন, এদিক প্রথম পর্বের আরেকটা অভিজ্ঞতা হলো। একই সঙ্গে এই যে আপনাদের সমর্থন, জনগণের সমর্থন, আন্তর্জাতিক বিশ্বের সমর্থন, আপনারা হয়তো লক্ষ্য করেন, সারা পৃথিবী জুড়ে আমাদের বুকে একটা বড় রকমের সমর্থন হচ্ছে।

যে কারণে অপর পক্ষ সুবিধা করতে পারছে না। পদে পদে ব্যাহত হচ্ছে। যেখানে যাই বহু গল্প-রচনা করেছে। গল্প টিকাইতে হচ্ছে তাদের। শেষ চরিত্রে ট্রাম্পের হাতেই আহত হয়, সে গল্পকে দিয়ে চালাতে। যত ছোট রাষ্ট্র, বড় রাষ্ট্র, ধনী রাষ্ট্র, মাঝারি রাষ্ট্র, সবাই আমাদের পক্ষে কথা বলছে। কেউ কোন রকমের দ্বিধা নাই, প্রশ্ন নাই।

তাদের ভাষা শুনলে আমাদের কাছে অবাক লাগে। আমরা যখন তাদের সঙ্গে কথা বলতে বসি, বিস্তারিত জানার আগে প্রথমে বলে, কি লাগবে বলো আমরা আছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *