মোদির সমালোচনা করায় হাতিরঝিল এলাকা থেকে আমাকে অপহরণ করা হয়

বহুল আলোচিত আয়নাঘর নামে পরিচিত ঢাকার তিনটি স্থান আজ পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পরিদর্শন শেষে তিনি বলেন, “আয়নাঘরের বীভৎস দৃশ্য মানবতাকে লজ্জিত করে।

মানুষের মনুষ্যত্ববোধ কোথায় গিয়ে ঠেকেছে তা বুঝতে বহু গভীরে যেতে হয়। যা দেখেছি এবং শুনেছি, তা অবিশ্বাস্য। এটি কি আমাদের সমাজ, আমাদের জগত?”

আজ ১২ ফেব্রুয়ারি (বুধবার) সকালে রাজধানীর আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরার তিনটি আয়নাঘর পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্বল্পসংখ্যক দেশি-বিদেশি গণমাধ্যমকর্মী এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় আয়নাঘরে নির্যাতনের শিকার ভুক্তভোগী কয়েকজন পরিবারের সদস্য।

পরিদর্শনের সময় এক ভুক্তভোগী সদস্যা নিজের ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি জানান, ২০২০ সালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে চাকরি করার সময় নরেন্দ্র মোদির

বাংলাদেশ সফরের প্রতিবাদ জানিয়ে তিনি ফেসবুকে দুই লাইনের একটি স্ট্যাটাস দেন। এর পরদিন, অফিসে যাওয়ার পথে হাতিরঝিল এলাকা থেকে তাঁকে অপহরণ করা হয়। প্রথমে তাঁকে নারায়ণগঞ্জের

র‍্যাব অফিসে নিয়ে যাওয়া হয় এবং পরদিন আয়নাঘরে পাঠানো হয়। তিনি আরও বলেন, “আয়নাঘরে আমাকে এমন ভয়াবহ নির্যাতনের শিকার হতে হয়েছে, যা মনে পড়লেই শিউরে উঠি।

আমাদের কোনো কথা বলার অনুমতি ছিল না, আমরা শুধু ইশারায় যোগাযোগ করতাম। আমি আয়নাঘরে ২০২০ সালের ১ মার্চ থেকে ১০ মার্চ পর্যন্ত ছিলাম। এই দশ দিন ছিল আমার জীবনের সবচেয়ে অন্ধকারময় সময়।”

সূত্র: https://youtu.be/djQuqOKrHLI?si=zXN3h_rZ7o94Koo3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *