শেখ হাসিনা কখনোই মুক্তিযুদ্ধের পক্ষের লোক ছিলেন না: রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ‘শেখ হাসিনা কখনোই মুক্তিযুদ্ধের পক্ষের লোক ছিলেন না।

তিনি কখনোই স্বাধীনতার চেতনার পক্ষে ছিলেন না।’ ১৭ বছর পর আজ মঙ্গলবার বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টুর কারামুক্তির পর

দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে রুহুল কবীর রিজভী এ কথা বলেন।

তিনি বলেন, ‘মিথ্যাবাদী লুটেরা যারা বাংলাদেশকে লুটপাটের খনি হিসেবে ব্যবহার করেছিল, তারা আজকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

যারা সততার রাজনীতি করেছেন, যারা জনগণের পক্ষে থেকেছেন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সমস্ত গণতান্ত্রিক আন্দোলন করেছেন, সেই রাজনীতিবিদদের ধ্বংস করার জন্য সমস্ত আয়োজন করেন শেখ হাসিনা।’

রিজভী বলেন, ‘যারা সব সময় দেশের স্বাধীনতার পক্ষে থেকেছেন সব সময় তাদের ক্ষতি করার চেষ্টা করেছেন শেখ হাসিনা।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের প্রতিটি রাস্তা, অলিগলি, মেঠোপথ রক্তাক্ত করা সেই ভয়ংকর ফ্যাসিস্ট খুনি পালিয়ে গেছেন। তার যারা গুণকীর্তন করেন, তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *