ফেসবুক পেজে ‘হাদিস পোস্ট’ দিয়ে কী বার্তা দিলেন জাফর ইকবাল?

দেশের আলোচিত লেখক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মুহাম্মদ জাফর ইকবাল গতকাল (১১ ফেব্রুয়ারি) তার ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করেন।

পোস্টে তিনি হাদিস উদ্ধৃত করে বর্তমান পরিস্থিতি নিয়ে তার আক্ষেপ প্রকাশ করেন। জাফর ইকবাল তার পোস্টে সহিহ মুসলিম হাদিস গ্রন্থের উদ্ধৃতি দিয়ে লেখেন, “একদল তরুণের আবির্ভাব ঘটবে, যারা চিন্তায় হবে অপরিণত।

তারা সুন্দর সুন্দর কথা বলবে, কিন্তু করবে সবচেয়ে ঘৃণ্য কাজ। তারা এত বেশি ধর্ম পালন করবে, যার কাছে মুসলমানদের ইবাদত তুচ্ছ বলে মনে হবে।

তারা মানুষকে কোরআনের কথা বলবে, কিন্তু তা হবে কেবল তাদের মুখের কথা। অর্থাৎ, তারা এর মর্মার্থ কিছুই বুঝবে না, কেবল বেছে বেছে কিছু অংশ নিয়ে আওড়াবে।

আর এরাই হচ্ছে সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট।” তিনি উল্লেখ করেন, এই হাদিস সহিহ মুসলিমের চতুর্থ খণ্ডের ৪০৭ নম্বর পৃষ্ঠায় লিপিবদ্ধ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *