![](https://www.dhakasports.life/wp-content/uploads/2025/02/news-today-186.jpg)
শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নাম্বার বাড়ি ভাঙচুর কে কেন্দ্র করে ফেসবুকে একটা পোস্ট নিঝুম মজুমদার লিখেছেন, নিজেকে একটা পাহাড়ের কাছে জাস্ট তেলাপোকার মত মনে হলো।
৩২ ভাঙ্গা দেখে কাতর কন্ঠে পাহাড়কে বলি, “প্রিয় পাহাড় মার্কিনিরা যা বলে শোনেন। এরা তো টুঙ্গিপাড়াও ভাঙতে যাচ্ছে। তারপরেও এই দানবদের থামান”
পাহাড় বলেন, “কাউকে মিথ্যে প্রতিশ্রুতি দেবোনা, সেন্টমার্টিন, পার্বত্য অঞ্চলে আমি অন্য রাষ্ট্র হতে দেবোনা। আমার দেশ আগে, দেশের মানুষ আগে।”
পাহাড়ের দৃড়তা দেখে আমার মত তেলাপোকারা স্তব্ধ হয়। আমাদের মত ছোট প্রাণীরা বিপদে পড়ে ঠিকি কম্প্রোমাইজের কথা ভেবেছি কিন্তু পাহাড় টলেনি।
আমি আমার জীবদ্দশায় বহু অভিজ্ঞতায় সমৃদ্ধ হলাম। এও জানলাম, একদিন একটি দেশ তার দেশের সবচাইতে বড় পাহাড়টির জন্য অশ্রু ঝরাবে। বলবে, “এ আমরা কি করেছিলাম?”