সন্দেহজনকভাবে ৪৩ কোটি টাকা লেনদেন, গ্রে’ফতার সাবেক খাদ্য সচিব

দুনীর্তি দমন কমিশনের (দুদক) করা মানিলন্ডারিং প্রতিরোধ আইনে করা মামলায় সাবেক খাদ্য সচিব ইসমাইল হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) পুলিশের পক্ষ থেকে এ আবেদন জানানো হয়।

পরে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ ইবরাহিম মিয়ার আদালতে হাজির করা হলে এ আদেশ দেয়া হয়। দুদক জানিয়েছে, ৬৫টি ব্যাংক একাউন্টে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সন্দেহজনকভাবে ৪৩ কোটি টাকা লেনদেন করেছেন।

এর সঙ্গে ইসমাইল হোসেনের সংশ্লিষ্টতা রয়েছে বলে তদন্তে বেরিয়ে আসার দাবি দুদকের। এর আগে গত ২০ ডিসেম্বর বিদেশে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে দুদিনের রিমান্ডে নেওয়া হয়।

রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। জানা যায়, যুক্তরাষ্ট্রে যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে যান সাবেক সচিব ইসমাইল হোসেন। এসময় তাকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

পরে বিমানবন্দর থানা পুলিশ ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ইসমাইল হোসেনকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে।

আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত ইসমাইল হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *