
পৃথিবীতে যেসব দেশে নিষ্ঠুর স্বৈরশাসকদের পতন হয়েছে, সেসব দেশেই রেজিম পতনের পরে একটি নৈরাজ্যবাদী গোষ্ঠীর আবির্ভাব হয়। তারা রাষ্ট্রকাঠামো দুর্বল করার জন্য নানারকম মুখরোচক তত্ত্বের অবতারণা করে।
একটি ফেসবুক পোস্টে এমনটাই জানিয়েছেন বিএনপিপন্থী তরুন অ্যাডভোকেট হাবিবুর রহমান। তিনি আরো লিখেন, আগের ডিক্টেটর যেহেতু খুবই খারাপ ছিল
তাই ওই রাষ্ট্রের সবকিছু খারাপ – সব মডেল পরিবর্তন করে নৈরাজ্যবাদী মডেল চালু করতে হবে এরকম একটা মতবাদ প্রতিষ্ঠিত করতে চায়।
তারা ডিক্টেটর বা তার সাঙ্গপাঙ্গদের চেয়ে রাষ্ট্রকাঠামোকে বেশি দায়ী করে। হাবিব বলেন, স্বৈরশাসকের পতনের পরবর্তী মুহুর্তটাই তাদের জন্য মোক্ষম সময়। কারণ স্থিতিশীল পরিবেশে তাদের পাগলামি কেউ পাত্তা দেয় না।
কিন্তু এনার্কিস্টদেরকে আলাদা করে জিজ্ঞেস করলে দেখবেন এই এনার্কিস্টরা আসলে কী চায় সেই ব্যাপারে কোনো ঐকমত্য নাই। একেকজন একেক কথা বলবে।
এইজন্য বলা হয়, পৃথিবীতে যতজন এনার্কিস্ট আছে, ততটা এনার্কিস্ট মডেল আছে। বিএনপিপন্থী তরুন এই এডভোকেট মনে করেন, দেশে এই মুহুর্তে এনার্কিস্টদের মূল বুদ্ধি পরামর্শ দিচ্ছেন ফরহাদ মজহার।
এছাড়া দেশে মব তৈরি করার ক্ষমতা রাখেন এরকম কয়েকজন আছে। পিনাকী, ইলিয়াস, যেকোনো সময়ে মব তৈরি করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারেন। এছাড়াও ইনকিলাব মঞ্চ নামে একটি সংগঠনের মব তৈরির প্রবণতা আছে। এই সংগঠনটি মাহমুদুর রহমানকে কেন্দ্র করে চলছে।