
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাদের সম্পত্তিতে হামলা না চালানোর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, শেখ হাসিনার পরিবারের সঙ্গে সম্পর্কিত সম্পত্তি এবং
আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে আর কোনো হামলা হবে না, তা নিশ্চিত করতে হবে। বিগত দিনের হামলাকে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ উল্লেখ করে ড. ইউনূস বলেন,
তারা দীর্ঘদিন হাসিনা সরকারের নির্যাতনের শিকার হয়ে আসছে, যা এই প্রতিক্রিয়ার মূল কারণ। এ সময় তিনি আরও বলেন,
সরকার জনগণের অনুভূতি বুঝতে পারছে। এমনকি ভারতে বসে শেখ হাসিনা বাংলাদেশ সংস্কারে বাধা দিচ্ছে, যা আরও ক্ষোভের জন্ম দিচ্ছে।