এবার ধানমন্ডি ৩২–এ করা হলো গরু জবাই, চলচ্ছে ভূরিভোজ

ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে একটি গরু জবাই করা হয়েছে। জুলাই ঐক্যজোট নামের একটি সংগঠন আজ বৃহস্পতিবার বিকেল সোয়া চারটার দিকে গরুটি জবাই করে।

সংগঠনটির মুখপাত্র সাঈদ আহমেদ সরকার গণমাধ্যমকে বলেন, ‘ফ্যাসিবাদের আইকনিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার পর উৎসব পালনের অংশ হিসেবে ধানমন্ডি ৩২–এ মুজিবের বাড়ির সামনেই গরু জবাই করা হয়েছে।’

তিনি বলেন, গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হবে। ধানমন্ডি ৩২–এ আগত সবাইকে বিনা মূল্যে বিরিয়ানি খাওয়ানো হবে। গাবতলী পশুর হাট থেকে ১ লাখ ২০ হাজার টাকায় গরুটি কেনা হয়েছে বলে জানান তিনি।

এদিকে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের ভেঙে ফেলা বাড়ি দেখতে দূরদূরান্ত থেকে এখনো মানুষজন আসছেন। তাঁদের কেউ কেউ কার্যালয়ের সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন।

অনেকে আবার ‘বত্রিশ না চব্বিশ, চব্বিশ চব্বিশ’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’—এমন বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির ছয় মাস পূর্তির দিনে গতকাল বুধবার ৩২ নম্বরে ভাঙচুর চালানো হয়। আজ বৃহস্পতিবারও তা অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *