![](https://www.dhakasports.life/wp-content/uploads/2025/02/news-today-157.jpg)
নোয়াখালী জেলা বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে তারা তাদের ফেসবুক পেইজে একটি পোস্ট দিয়ে এ ঘোষণা দেন। পোস্টে লেখা ছিল, “নোয়াখালীর বিপ্লবীরা, বুলডোজার নিয়ে প্রস্তুত থাকুন।
মার্চ টু কাউয়া কাদেরের বাড়ি! আজ বেলা ১১টা। এরপর দুপুর ১টায় কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের মিয়া বাড়িতে তারা হামলা চালান।
এ সময় তাদের স্লোগান দিতে শোনা যায়, “নারায়ে তাকবির, কাউয়া কাউয়া!” হামলার সময় বাড়ির ছাদে, ভেতরে এবং সামনে উপস্থিত আন্দোলনকারীরা এসব স্লোগান দিতে থাকে।
এছাড়া, তারা বাড়ির আসবাবপত্র এবং ছাদের রেলিংসহ সামনে রাখা পোড়া গাড়িতেও আগুন ধরিয়ে দেয়। প্রতিবেদনটি লেখা পর্যন্ত দুপুর ১টা ৫০ মিনিটে হামলা চলছিল।