ঢাকা থেকে রাজধানী সরানোর সুপারিশ, কোথায় হতে চলেছে নতুন রাজধানী?

প্রায় ৪০০ বছরের পুরোনো ঢাকা শহর, যা বাংলার রাজধানী হিসেবে ব্যবহৃত হয়ে আসছে, এখন এক গুরুতর সংকটে পড়েছে। দুই কোটি মানুষের চাপের ফলে শহরের বাসযোগ্যতা হারিয়ে গেছে, এবং পরিবেশ,

বায়ুদূষণ ও যানজটের কারণে ঢাকা বর্তমানে একেবারে তলানিতে অবস্থান করছে। এই পরিস্থিতিতে, দেশের অর্থনৈতিক পুনঃনির্ধারণ টাস্ক ফোর্স রাজধানী স্থানান্তরের প্রস্তাব দিয়েছে।

তাদের মতে, ঢাকার বর্তমান অবস্থা দেশের উন্নতির পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ৩০ জানুয়ারি, পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ প্রধান উপদেষ্টা ড. মো ইউনূসের কাছে টাস্ক ফোর্সের প্রতিবেদনটি হস্তান্তর করেন।

প্রতিবেদনটিতে নানা সুপারিশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল রাজধানী ঢাকার স্থানান্তর। এছাড়া, তারা সহজ শর্তে গাড়ি কেনার সুবিধা দেয়ার পাশাপাশি, গাড়ি কেনার প্রক্রিয়া কঠিন করারও সুপারিশ করেছে।

এমন প্রস্তাবের পর, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে আলোচনা শুরু হতে পারে, তবে এ নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

তথ্যসূত্রঃ https://youtu.be/xF7w55UeZfw?si=Ayj90uwgtB94CiH1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *