লন্ডনে লিফলেট বিতরণে প্রত্যাখ্যাত হয়ে যে নাটক করল আ.লীগের মন্ত্রীরা

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পূর্ব লন্ডনের ক্যানন স্ট্রিটে লিফলেট বিতরণে অংশ নেন আওয়ামী লীগ নেতারা। পলাতক তিন সাবেক মন্ত্রী—আব্দুর রহমান,

খালিদ মাহমুদ চৌধুরী এবং শফিকুর রহমান চৌধুরীর নেতৃত্বে যুক্তরাজ্য আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা-কর্মী সেখানে উপস্থিত ছিলেন। লিফলেট বিতরণের শুরুতেই আওয়ামী লীগ নেতারা একটি দোকানে প্রবেশ করেন।

সেখানে শফিকুর রহমান চৌধুরী একজন ক্রেতার হাতে লিফলেট দেন এবং আব্দুর রহমান কাউন্টারের ভেতরে দাঁড়িয়ে থাকা ব্যবসায়ীর দিকে লিফলেট বাড়িয়ে দেন। তবে ব্যবসায়ী লিফলেট নিতে আগ্রহ দেখাননি এবং তার অবস্থান পরিবর্তন না করেই

দাঁড়িয়ে থাকেন। আব্দুর রহমান মৌখিকভাবে অনুরোধ করলেও তিনি মাথা নেড়ে তা প্রত্যাখ্যান করেন, যা দেখে আব্দুর রহমান বিরক্ত হয়ে দোকান থেকে বেরিয়ে আসেন।

এরপর নেতারা দলবেঁধে একটি ক্যাফেতে প্রবেশ করলে সেখানকার ব্যবসায়ী কাউন্টার থেকে সরে দাঁড়ান। পরিস্থিতি বিবেচনায় যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার মনজুরুল ইসলাম লজ্জা এড়াতে দোকানের ভেতরে গিয়ে লিফলেট গ্রহণ করেন।

বারবার ব্যবসায়ীদের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে লিফলেট বিতরণ কর্মসূচিতে খুব বেশি অগ্রসর হতে পারেননি আওয়ামী লীগ নেতারা। শেষ পর্যন্ত পূর্ব লন্ডনের রাস্তায় নেতা-কর্মীদের নিয়ে ফটোসেশন করেই কর্মসূচি শেষ করেন তারা।

এছাড়া, সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীকেও পূর্ব লন্ডনের রাস্তায় লিফলেট হাতে আলাদাভাবে ফটোসেশন করতে দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *