‘ট্র্যাব অ্যাওয়ার্ড’ পেলেন জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসাইন

অনুসন্ধানী সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) অ্যাওয়ার্ড ২০২৪ পেয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। অনুসন্ধানী সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক হিসেবে ভূমিকা রাখায় এই পুরস্কারে ভূষিত করা হয় তাকে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুমে এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তবে, দেশের বাইরে অবস্থান করায় ট্রাবের পুরষ্কার সশরীরে উপস্থিত হয়ে পুরষ্কার গ্রহণ করতে পারেননি ইলিয়াস হোসাইন। তার পক্ষে ‘সম্মাননার’ ক্রেস্ট গ্রহণ করেন ইলিয়াস হোসাইনের ভাই আল আমিন হোসাইন।

এর আগে তিনি একুশে টেলিভিশনে অনুসন্ধানীমূলক অনুষ্ঠান ‘একুশের চোখ’-এর উপস্থাপক হিসেবেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এরই ধারবাহিকতায় তিনি অনুসন্ধানী প্রতিবেদন নিয়ে কাজ করেন, এবং বিপুল প্রশংসিত হন।

এছাড়া ট্র্যাব অ্যাওয়ার্ড ২০২৪-আজীবন সম্মাননা পেয়েছেন বরেণ্য সাংবাদিক শফিক রেহমান, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত আলোকচিত্রী নূরউদ্দিন আহমেদ এবং সাংবাদিক আশরাফ উদ্দিন।

৩৪তম ট্রাব অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চলচ্চিত্র, টেলিভিশন, সঙ্গীত ও নৃত্যসহ বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিত্বদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *