ঢাবি ও ৭ কলেজ সংঘর্ষে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীরাও জড়িত ছিলো!

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও এই বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে রোববার দিবাগত রাত পৌনে দুইটা নাগাদ উত্তেজনা চলে।

ঢাকা কলেজের শিক্ষার্থী গাজী হোসাইন মাহমুদ বলেন, আমি যখন নীলক্ষেত মোড়ে আসি, তখন দেখি জহুরুল হক হলের একজন নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী ঢিল ছুড়ছে। আমি তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে বললে এখান থেকে চলে যাও তোমরা।

দেশের বর্তমান অবস্থায় নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামি লীগ সুযোগ নেয়ার চেষ্টা করতে পারে। সে জায়গায় ঢাবি শিক্ষার্থীদের আরো সচেতন ভূমিকা পালনের দরকার ছিলো।

এ বিষয়ে ঢাবি শিক্ষার্থী রায়হান বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ এই সংঘর্ষে জড়িত নাকি তা আমরা জানি না। তবে ছাত্রলীগের কায়দায় হামলা হয়েছে।

৭ কলেজের অনেকের হাতে স্টিক ছিলো, হাতে রড ছিলো, মাথায় হেলমেট যা নিষিদ্ধ ছাত্রলীগরা করতো। সেই জায়গা থেকে সন্দেহ করা অমূলক না একদম ছাত্রলীগের সংশ্লিষ্টতা ছিলো নাকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *