কুমিল্লার দাউদকান্দিতে বৈষম্যবিরোধী ছাত্র -জনতার আন্দোলনে নিহত রিফাত ও বাবু হত্যাকান্ডের আসামী দিলবার হোসেনকে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
দিলবার হোসেন (৪২), পৌরসদরের সবজিকান্দি গ্রামের মৃত মফিজ বেপারীর ছেলে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুনায়েত চৌধুরী৷
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দাউকান্দি মডেল থানা ও গৌরীপুর তদন্ত কেন্দ্রের পুলিশের যৌথ অভিযান চালিয়ে মঙ্গলবার রাত ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসষ্ট্যান্ড থেকে তাকে
গ্রেফতার করা হয়৷ সে রিফাত হত্যা মামলার এজাহার নামীয় ২৪ নং আসামী ও বাবু হত্যাকান্ডের পেনাল কোডে তদন্তে প্রাপ্ত আসামী। দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র -জনতার
আন্দোলনে নিহত রিফাত ও বাবু হত্যাকান্ডের আসামী দিলবার হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এছাড়াও তার বিরুদ্ধে খুন, অস্ত্র, চাঁদাবাজি, মাদকসহ ১৯ টি মামলা রয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।