![](https://www.dhakasports.life/wp-content/uploads/2025/01/news-today-292.jpg)
বাংলাদেশ ও ভারতের সম্পর্ক সবচেয়ে মজবুত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আপনি ভারতের মানচিত্র আঁকতে পারবেন না, যদি বাংলাদেশের মানচিত্র না আঁকেন”
বাংলাদেশ-ভারত সম্পর্কের প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি আরও জানান, বর্তমান পরিস্থিতিতে চীনকে বাংলাদেশের ‘দীর্ঘমেয়াদি বন্ধু’ হিসেবে উল্লেখ করলেও ভারতের সঙ্গে সম্পর্কের বর্তমান অবস্থা তাকে ব্যক্তিগতভাবে ব্যথিত করে।
ড. ইউনূস বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশের উচ্চ প্রবৃদ্ধির যে কথা বলা হয়, তা আসলে ‘মিথ্যা’। তিনি বলেন, হাসিনা দাভোসে সবাইকে শিখিয়েছেন কীভাবে একটি দেশ
পরিচালনা করতে হয়, অথচ কেউ এ নিয়ে প্রশ্ন তোলেনি। এটি কোনোভাবেই একটি ভালো বৈশ্বিক ব্যবস্থা হতে পারে না। তিনি আরও বলেন, আমাদের প্রবৃদ্ধির হার সবার চেয়ে বেশি বলে যে দাবি করা হয়, তা পুরোপুরি মিথ্যা।